ঝাড়গ্রাম পুরসভায় ফের নূতন করে লকডাউন।পুরসভা এলাকায় করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জেলা প্রশাসনের এই সিদ্ধান্ত।ঝাড়গ্রাম জেলার ব্লক গুলিতে করোনার প্রকোপ কমলেও পুরসভার ১৪টি ওয়ার্ডে সংক্রমণ কিছুটা বৃদ্ধি পাওয়ায় এই লকডাউন। ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে সংক্রমণ একটু বেশি হওয়ায় বাঁশের ব্যারিকেড দিয়ে করা হয়েছে কন্টেনমেন্ট জোন। ছাড় দেওয়া হয়েছে শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্যের ক্ষেত্রে। প্রশাসনের পক্ষ থেকে ক্রমাগত মাইকিং করা হচ্ছে এবং রাখা হয়েছে কড়া পুলিশি নজরদারি।