পোশাকে, আচরণে বারবার বুঝিয়ে দিয়েছেন তিনি কতটা 'কালারফুল' । রাজনীতির বাইরে আমরা তাঁকে পেয়েছি নানান রূপে । দুর্গাপুজোয় গান গেয়েছেন, কালীপুজোয় রাখী সওয়ান্তের সঙ্গে মঞ্চ মাতিয়েছেন । এমনকী, সুন্দরী মডেলদের হাতে হাত রেখে ব়্যাম্পে হেঁটেছেন তিনি । তিনি কামারহাটির বিধায়ক মদন মিত্র(Madan Mitra) । এবার তাঁকে দেখা যাবে একটি ফুড শো(Food Show)-এ । শোয়ের নাম ‘ভজহরি রান্না’।
সম্প্রতি প্রযোজক রানা সরকার(Rana Sarkar) তাঁর ফেসবুকেই ঘোষণা করেন এই ফুড শোয়ের কথা । মদন মিত্রর সঙ্গে ছবি পোস্ট করে রানা সরকার লিখলেন, 'ভজহরি রান্না আসছে... আজ মদন মিত্র ও প্রতীক সেনের সঙ্গে । আরও অনেক চমক বাকি রয়েছে ।'
Madan Mitra : চোখে সানগ্লাস, সুন্দরীদের হাতে হাত; নতুন রূপে মদন মিত্র
শুধু মদন মিত্র নয়, আরও অনেকের সঙ্গেই ছবি পোস্ট করেছেন প্রযোজক । তাঁর সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে বোঝা যাচ্ছে, তাঁর এই ফুড শো-এ থাকছেন রুদ্রনীল ঘোষ(Rudranil Ghosh), প্রতীক সেন(Pratik Sen), ভাস্বতী ঘোষ(Bhaswati Ghosh) ।
সম্প্রতি নতুন ছবি ‘বনবিবি’র শুটিং শেষ করেছেন প্রযোজক রানা সরকার । তারই মাঝে এই ফুড শো-এর কথা ঘোষণা করলেন প্রযোজক রানা সরকার । জানা গিয়েছে, প্রকৃতির মাঝেই নানারকম রান্না শেখাবে এই শো । কবে থেকে এই শো দেখা যাবে, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি ।