অতিমারী আবহেই নানা বিধিনিষেধের মধ্যেই বুধবার মহালয়ার ভোরে তর্পণ হল রাজ্য জুড়েই। কলকাতার বাবুঘাটে তর্পণ হলো অন্যান্য বছরের মতোই। পিতৃ পক্ষের অবসান, দেবী পক্ষের শুরু, দুই পক্ষের সন্ধিক্ষণে পূর্ব পুরুষদের স্মরণ করাই তর্পণ। আশ্বিন মাস বাংলায় উৎসবের মাস। আমাদের পূর্ব পুরুষদের, যারা আজ নেই, মর্তলোকে তাঁদের এদিন আমন্ত্রণ জানানোর রেওয়াজ। সনাতন ধর্ম বলে, শ্রদ্ধা ভরে ডাকলে তাঁররা উৎসবের কটা দিন, আমাদের সঙ্গেই কাটিয়ে যান। তাই এত বছর ধরে চলে আসছে তর্পণের রেওয়াজ।
এ আসলে অতীতকে মনে রেখে বর্তমানের সঙ্গে অতীতের যোগ স্থাপন।