বিরোধী ঐক্য গড়ে তুলতে তৃণমূলের পাশে কংগ্রেস। সংসদে প্রধানমন্ত্রীকে বিরোধীদের কথা শোনার আর্জি জানিয়ে তৃণমূল সাংসদ ডেরেক ও' ব্রায়েনের করা ভিডিও রিটুইট করলেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে।
ডেরেকের ওই ভিডিওতে কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে, সমাজবাদী পার্টির রামগোপাল যাদব, শিবসেনার প্রিয়ঙ্কা চতুর্বেদী, সিপিএমের ঝর্ণা দাস বৈদ্য, আরজেডির মনোজ কুমার ঝা-সহ বিরোধী নেতার বক্তব্য তুলে ধরেন ডেরেক। সেই ভিডিও রিটুইট করেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। তিনি লেখেন, প্রধানমন্ত্রীকে নার্ভাস লাগছে। কেন তিনি সংসদে প্রশ্নের জবাব দিচ্ছেন না? বিরোধী দলগুলি আলোচনা চায়। মানুষ যাত সত্যিটা না জানতে পারে, তার জন্য বিজেপি আলোচনা করতে দিচ্ছে না।
ডেরেকের টুইট এবং খাড়গে তা রিটুইট করায় আরো উজ্জ্বল হল বিরোধী ঐক্যের ছবি। এমনটাই মত রাজনৈতিক মহলের।