বৃহস্পতিবার হাওড়ায়(Howrah) প্রশাসনিক বৈঠকে শিল্পের প্রসঙ্গে বেশকিছু জটিলতার কথা উঠে আসে। আর এতেই ক্ষুব্ধ হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। শিল্পের জন্য জমি পেতে দেরি হচ্ছে কেন? ভূমি সংস্কার দফতরের সচিব এবং দলীয় নেতৃত্বকেও তিরস্কার করেন মুখ্যমন্ত্রী(CM Mamata Banerjee)। পাশাপাশি সব সমস্যা সমাধানের নির্দেশও দিয়েছেন মমতা।
জমি জট নিয়ে ভূমি সংস্কার দফতরের সচিব মুখ্যমন্ত্রীকে বলেন, ‘‘অনেকে ইচ্ছা করে দেরি করাচ্ছে।’’ এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee) প্রশ্ন করেন, ‘‘আগে ইউনাইটেড ক্লিয়ারেন্স সিস্টেম ছিল। সেটা এখন বন্ধ আছে কেন? কার নির্দেশে বন্ধ করা হয়েছে? কারা এত বড় বড় নেতা দেখি? দু’বছর ধরে কাজে দেরি করছে। তা হলে শিল্প হবে কী করে?’’ ভূমি দফতরের সচিব মুখ্যমন্ত্রীর সামনে জটিলতার কারণ হিসাবে কোভিড পর্বের(Covid 19) কথা তুলে ধরেন। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ভূমি সংস্কার দফতর যে বৈঠক করেছে সেকথাও মুখ্যমন্ত্রীকে জানান সচিব।
আরও পড়ুন- West Bengal BJP: কলকাতা-হাওড়ার পুরভোটে বিজেপির নেতৃত্বে তৃণমূলের কোন দুই প্রাক্তন হেভিওয়েট?
বিগত দিনে হাওড়া জেলায় যে শিল্প তৈরি হয়েছে বৃহস্পতিবার তার তালিকা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তুলে ধরেন কর্মসংস্থানের(Employment) কথাও। দু’বছর পর ২০২২ সালের ২০-২১ এপ্রিল বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন(Biswa Bangla Global Summit) করতে চলেছে রাজ্য। তাতে অলঙ্কার শিল্পের প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।