রাজ্য সরকারের নিয়ন্ত্রণে থাকা দিল্লির বঙ্গভবনে রাজ্যের বাসিন্দারা প্রয়োজনে গিয়ে থাকতে পারেন। এবার মুম্বাইতেও একই ধাঁচে রাজ্য সরকার বাড়ি বানাতে চাইছে। মুম্বাই সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee) এ বিষয়ে কথা বলেছেন মহারাষ্ট্রের শিবসেনা(Shiv Sena) প্রধান উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরের(Aditya Thackeray) সঙ্গে। মুম্বাই টাটা মেমোরিয়াল হাসপাতালে যাঁরা ক্যান্সার চিকিৎসার জন্য আসেন, তাঁদের থাকার সুবিধার জন্য মুম্বাইতে রাজ্য সরকারের তরফে ভবন বানানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
মুম্বাইতে বঙ্গভবন বানাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Mamata Banerjee) জমি চাওয়ার বিষয়টি সামনে এনেছেন শিবসেনা(Shiv Sena) সাংসদ সঞ্জয় রাউত(Sanjay Raut)। তাঁদের দলীয় মুখপত্র 'সামনা'-তে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) এই পরিকল্পনার কথা বলেছেন সঞ্জয় রাউত।
শিবসেনা নেতা সঞ্জয় রাউতের(Sanjay Raut) বক্তব্য থেকে স্পষ্ট যে, আগামীতে মুম্বইতে জমি পেতে পারে বাংলা। তৈরি হতে পারে বঙ্গ ভবন।
আরও পড়ুন- Nagaland Firing Update: 'ভুল বোঝাবুঝিতেই চলে গুলি', নাগাল্যান্ড কাণ্ডে লোকসভায় জানালেন অমিত শাহ
কিন্তু সেটা হবে কোথায়? মুম্বইতে জমি পাওয়া কঠিন বলে অনেক রাজ্যই তাদের ভবন বানিয়েছে নবী মুম্বইতে। অসম সরকারের পর উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ওড়িশা, উত্তরাখণ্ড, মেঘালয় সরকার মুম্বইতে রাজ্যের নামে ভবন বানায়। মুম্বইয়ের বাশী রেল স্টেশনের কাছে ১৮টি প্লট বিভিন্ন রাজ্যকে দিয়েছে মহারাষ্ট্র(Maharastra) সরকার। এর কাছাকাছি কোথাও আগামীতে তৈরি হতেই পারে বাংলার(Bengal) নিজস্ব ভবন।