নন্দীগ্রামে নির্বাচনী প্রচারে গিয়ে তাঁর পায়ে আঘাত লেগেছে৷ হুইল চেয়ারে করে ঘুরছেন তিনি৷ দলীয় কর্মীরা অবশ্য বলছেন, 'ভাঙা পায়েই খেলা হবে'। শনিবার মধ্য হাওড়ার জনসভায় গিয়ে সত্যি খেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আহ্বান, এমন করে বল মারবেন, যাতে মাঠের বাইরে চলে যায়।