মুম্বই সফরে গিয়ে এনসিপি নেতা শরদ পাওয়ারের (Sharad Pawar) সঙ্গে বৈঠক করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৈঠকের পর একসঙ্গে সাংবাদিক বৈঠকও করলেন দুই নেতা। মমতা-শরদের বার্তা, দেশে ফ্যাসিবাদ কায়েম করেছে বিজেপি। এর বিরুদ্ধে লড়তে বৃহত্তর ঐক্য প্রয়োজন। কিন্তু সেই ঐক্যে শামিল হতে চাইলে কংগ্রেসকে লড়াই করতে হবে।
মমতা বুধবার দুপুরে নাগরিক সমাজের সঙ্গে বৈঠক সেরে পৌঁছে যান শরদ পাওয়ারের বাড়িতে। বেশ খানিকক্ষণ বৈঠক হয় দু'জনের। সাংবাদিকদের শরদ বলেন, "প্রধানমন্ত্রী কে হবেন, তা গুরুত্বপূর্ণ নয়। জরুরি হল দেশের গণতান্ত্রিক কাঠামে পুনরুদ্ধার করা।" মমতার কথায়,"শরদ পাওয়ার সিনিয়র নেতা। আমি ওঁর সঙ্গে সহমত। কোনও একটি দল এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে পারবে না। প্রয়োজন বৃহত্তর ঐক্য।" কংগ্রেস প্রসঙ্গে মমতার মন্তব্য, "বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে৷ নাহলে বিজেপির সুবিধা হবে।"