রাহুল গান্ধী (Rahul Gandhi) নন, দেশের প্রধান বিরোধী মুখ হলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এমনই দাবি করল তৃণমূল কংগ্রেস।
সম্প্রতি তৃণমূলের মুখপত্র 'জাগো বাংলা'য় (Jago Bangla) একটি কভারস্টোরি প্রকাশিত হয়েছে। তার বিষয়বস্তু, রাহুল গান্ধী ব্যর্থ, দেশের প্রধান বিরোধী মুখ মমতাই।
পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতারা অবশ্য বলেছেন, এখনই এই নিয়ে মন্তব্য করার সময় আসনি। অধীর চৌধুরীর মতে, মোদীর বিকল্প কে, তা পরে বোঝা যাবে।
Mamata Banerjee: হিন্দুস্তান কখনওই পাকিস্তান হবে না, ভবানীপুরে বার্তা মমতার
জাগো বাংলার ওই নিবন্ধে তৃণমূলের লোকসভার নেতা তথা উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banarjee) বলেছেন, তিনি বহুদিন ধরে রাহুল গান্ধীকে চেনেন। কিন্তু নরেন্দ্র মোদীর বিকল্প মুখ হয়ে উঠতে রাহুল ব্যর্থ। বরং মমতাই হয়ে উঠেছেন বিকল্প।