২০২৪ সালের মধ্যে রাজ্যের সব বাড়িতে নলবাহিত জল পৌঁছে দেওয়ার আশ্বাস দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ কলকাতায় সভায় তৃণমূল নেত্রী মমতা বলেন, দেশের প্রায় সব জায়গায় জলকর নেওয়া হয়। কিন্তু বাংলায় জলের উপর কর নেওয়া হবে না। কেন্দ্র জলকর বসাতে চাপ দিয়েছিল। কিন্তু মানুষের উপর জলের জন্য কর চাপাতে পারব না।
বেহালা চৌরাস্তায় সভায় মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee)। তিনি বলেন, "মা ফ্লাইওভার তৈরি হয়েছে। আগে বিমানবন্দরে যেতে আমার দেড় ঘণ্টা লাগত এখন আমার ২৫ মিনিট লাগে। মেট্রোরেল জোঁকা পর্যন্ত করে দিয়েছি। আগামী দিনে সুযোগ পেলে, যদি টাকার ব্য়বস্থা করতে পারা যায় তবে ডায়মন্ডহারবার পর্যন্ত সংযুক্ত করার কথা ভেবেছি। কলকাতায় ১ কোটি গাছ লাগাতে হবে। বেহালায় অন্তত ২০ হাজার গাছ লাগাতে হবে। বেহালার জল জমার সমস্যা দূর করতে হবে।"