ভবানীপুর (Bhawanipur) থেকেই মুখ্যমন্ত্রী হওয়া তাঁর ভাগ্যে ছিল। বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে গিয়ে এমনই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা এদিন বলেন, রাজনৈতিক ওঠাপড়ার সঙ্গে জ্যোতিষশাস্ত্রেরও কিছু যোগ রয়েছে। তাই তাঁর মনে হচ্ছে, হয়তো ভবানীপুর থেকেই মুখ্যমন্ত্রী হওয়া তাঁর ভাগ্যে ছিল। বিধায়ক না হলে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা শোভনীয় হবে না বলেও এদিন মন্তব্য করেন মমতা (Mamata Banerjee)।
নন্দীগ্রামে প্রচারপর্বের একদম শুরুতেই তাঁকে আহত করে দেওয়া হয় বলে অভিযোগ মমতা। বিজেপির বিরুদ্ধে এদিনও বিভাজনের রাজনীতি করার অভিযোগ তুলেছেন তিনি।