কলকাতা পুরসভা নির্বাচনেও জয়জয়কার তৃণমূল কংগ্রেসের(TMC) । দলের সাফল্যে খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) । কালীঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, গোটা দেশকে পথ দেখাবে বাংলা এবং কলকাতা । এদিকে, এদিনই কামাক্ষ্যার(Kamakhya) উদ্দেশে রওনা দেন তৃণমূল নেত্রী । সেখানে পৌঁছেই প্রথমে কামাক্ষ্যা মন্দিরে পুজো দিলেন তিনি ।
মন্দিরে পৌঁছাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তরীয় পরিয়ে অভর্থ্যনা জানান মন্দির কর্তৃপক্ষ । বিপুল জয়ের জন্য অভিনন্দনও জানান তাঁকে । এরপর মন্দিরে মাকে ফুলের মালা দিয়ে, প্রদীপ জ্বালিয়ে পুজো দিলেন তৃণমূল নেত্রী ।
আরও পড়ুন, Mamata Banerjee : গোটা দেশকে পথ দেখাবে বাংলা এবং কলকাতা, বললেন তৃপ্ত মমতা
কামাক্ষ্যা মন্দিরে পুজো দিয়ে এরপর মা বগলামুখী(Maa Bagalamukhi Temple) মন্দিরে যান মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানেও পুজো দিলেন তিনি ।