ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে মনোনয়নপত্রে তথ্য গোপনের অভিযোগ তুলল বিজেপি।
নির্বাচন কমিশনে এ নিয়ে বিজেপি অভিযোগ জানিয়েছে। ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের নির্বাচনী এজেন্ট অভিযোগ করেছেন, তৃণমূলপ্রার্থী মনোনয়নপত্রে তাঁর বিরুদ্ধে যে সব মামলা রয়েছে তার উল্লেখ করেননি।এর আগে নন্দীগ্রামেও বিধানসভা নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একই অভিযোগ করেছিল বিজেপি।
গত সপ্তাহে, ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে মনোনয়নপত্র পেশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ আলিপুরে মহকুমাশাসকের দফতরে মনোনয়ন জমা দেন তৃণমূল প্রার্থী।