ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানে যোগ দিয়ে আদিবাসী উন্নয়নে সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়(MAMATA BANERJEE)।
এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী(MAMATA BANERJEE) বলেন, ‘ঝাড়গ্রাম জেলায় ৯৫ শতাংশ মানুষ বিভিন্ন পরিষেবা পেয়েছেন। ঝাড়গ্রামে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করেছি।
ঝাড়গ্রামে(JHARGRAM) স্পোর্টস কমপ্লেক্স তৈরি হয়েছে। ৩ কোটি মানুষ দুয়ারে সরকারের দ্বারস্থ হয়েছেন, বেশিরভাগই পরিষেবা পেয়েছেন। ঝাড়গ্রামে চারটি নতুন কলেজ তৈরি হচ্ছে।
সাধুরাম চাঁদ বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে। আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না, এই আইন তৈরি করেছে সরকার। সারা দেশেও এই আইন প্রণয়ন করা হোক।
আদিবাসীদের জন্য আলাদা দফতর তৈরি করেছি।