আগামী লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে প্রধান বিরোধী মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ই। তৃণমূলে যোগ দিয়ে এমনটাই জানালেন গোয়ার কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফ্যালেইরো। গোয়া বিধানসভা নির্বাচনে তৃণমূল ভালো ফল করবে বলেও আশাবাদী ফ্যালেইরো।
বুধবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে লুইজিনহো ফ্যালেইরোকে দলের উত্তরীয় পরিয়ে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের পক্ষ থেকে এই যোগদান কর্মসূচীতে ছিলেন সৌগত রায় ও সুব্রত মুখোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে যোগ দিয়ে লুইজিনহো বলেন, "একসময় মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস পরিবারেই ছিলেন। আগামী লোকসভা নির্বাচনে প্রধান বিরোধী মুখ মমতাই। " বিজেপির বিরুদ্ধে শক্তি বাড়াতেই তৃণমূলে যোগ দিয়েছেন তিনি।
লুইজিনহো ফ্য়ালেইরো বলেন, "গোয়ার মানুষ বিজেপির প্রতি বীতশ্রদ্ধ হয়ে গেছে। ২০২২ গোয়া নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভালো ফল করবে।"