প্রথম রাউন্ডের ভোটগণনার শেষে হাই প্রোফাইল নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে রয়েছেন ১৪০০ ভোটের ব্যবধানে। প্রথম দুই প্রার্থীর চেয়ে বেশ কিছুটা পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছেন সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখার্জি। গোটা রাজ্যের ফলাফল নিয়ে আগ্রহ থাকলেও মমতা-শুভেন্দুর ডুয়েলকে কেন্দ্র করে আলাদা উৎসাহ রয়েছে নন্দীগ্রামকে ঘিরে।