"রাম রাজ্যের বদলে হত্যার রাজ্য হয়ে গিয়েছে উত্তরপ্রদেশ।" লখিমপুর ঘটনায় আটজন কৃষক আন্দোলন কর্মীর মৃত্যু নিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে বড় ব্যবধানে জয়লাভের পর সোমবার শীতলা মন্দির ও গুরুদ্বারে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সী।
রবিবার নির্বাচনের ধকল সামলেই রাতে লখিমপুরের ঘটনা নিয়ে প্রতিবাদ করেন তৃণমূল নেত্রী। এদিন সেই একই সুর শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। তিনি বলেন, "অত্যন্ত দুঃখজনক ঘটনা। সমবেদনা জানানো ভাষা নেই। গণতন্ত্রে বিশ্বাস করে না বিজেপি। একনায়কতন্ত্রে বিশ্বাস করে।" মমতার দাবি উত্তরপ্রদেশ হত্যার রাজ্য হয়ে গিয়েছে।
ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে জয়ের পর শীতলা মন্দিরে পা রাখলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সী। পথে জড়ো হয় তৃণমূল কর্মী সমর্থকরাও। মন্দির থেকে বেরিয়ে গুরুদ্বারের উদ্দেশে পায়ে হেঁটে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেও শুভেচ্ছা জানানো হয় তাঁকে।