করোনা পর্যালোচনা বৈঠক নিয়ে ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষেই কড়া তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বৈঠকের শুরু থেকে শেষ আগাগোড়াই নিজের কথা বলে গেছেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রীদের অভাব-অভিযোগ বলার সুযোগই দেওয়া হয়নি। একইসঙ্গে মুখ্যমন্ত্রীর অভিযোগ যুক্তরাষ্ট্রী কঠামোয় মুখ্যমন্ত্রীদের অফিসিয়ালি আমন্ত্রণ জানিয়েও তাদের কথা বলতে না দেওয়া, সৌজন্য বিনিময় না করা, এটা বড় অসম্মান। নিজের পছন্দমতো কিছু জেলাশাসককে বলিয়ে শেষ করে দিয়েছেন।