বন্যা পরিস্থিতিত পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার দুপুরে ঘাটাল যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ঝাড়গ্রামের বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ আবহাওয়া ভাল থাকলে কাল ঘাটাল যাব।’’
মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই তাঁর সফরের প্রস্তুতি শুরু হয়েছে ঘাটালে। প্রশাসন সূত্রের খবর, অনকুল আশ্রমের মাঠে হেলিকপ্টার নামার কথা দুপুর ১২ টায়। সেখান থেকে বিবেকানন্দ মোড় হয়ে ময়রাকাটা পৌঁছানোর কথা মুখ্যমন্ত্রীর। তাঁর সফর ঘিরে কড়া পুলিশি নিরাপত্তা রয়েছে শহরে।
বন্যায় রীতিমতো সংকটজনক পরিস্থিতি ঘাটালে। অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে ঘাটাল মহকুমায়। তাঁদের মধ্যে অনেকের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ক্ষতিপূরণ। প্রশাসন সূত্রের খবর, মুখ্যমন্ত্রী নিজেও মঙ্গলবার বন্যায় মৃত চার ব্যক্তির পরিবারের হাতে তুলে দিতে পারেন আর্থিক সাহায্য। তা ছাড়া ১০ জনের হাতে তুলে দেবেন ত্রাণ সামগ্রী।