পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন চলাকালীন ফের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের বিরোধী দলগুলির নেতানেত্রীদের চিঠি দিয়ে মমতার অভিযোগ, রাজ্যের স্বাধিকারে হস্তক্ষেপ করছে বিজেপি সরকার। রাজ্যগুলির অধিকার হরণ করা হচ্ছে। এই প্রসঙ্গে দিল্লির উদাহরণ দিয়েছেন মমতা। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদের ডাক দিয়েছে মুখ্যমন্ত্রী৷ সনিয়া গান্ধী, শরদ পাওয়ার, এম কে স্ট্যালিন, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, উদ্বব ঠাকরে, হেমন্ত সরেন, অরবিন্দ কেজরিওয়াল, নবীন পট্টনায়ক, জগন রেড্ডি, ফারুক আবদুল্লা, মেহবুবা মুফতি এবং দীপঙ্কর ভট্টাচার্যকে এই চিঠি দিয়েছেন মমতা।