পেগাসাস কাণ্ডের তদন্তে দেশের শীর্ষ আদালতের কাছে সুয়োমুটো মামলার আর্জি জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শহিদ দিবসের মঞ্চ থেকে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় হাতজোড় করে সুয়োমুটো মামলার আর্জি জানান। তিনি বলেন গণতন্ত্রের তিনটি স্তম্ভ - নির্বাচন ব্যবস্থা, সংবাদমাধ্যম এবং বিচার ব্যবস্থা। এই তিনটি ভিতই পেগাসাস-এর মাধ্যমে দখল করেছে বিজেপি। সাংবাদিক, রাজনৈতিক নেতা, এমনকী নিজেদের মন্ত্রীদেরও এবং বিচারপতিদেরও ফোন ট্য়াপ করা হয়েছে।
এরপরই তিনি সুপ্রিম কোর্টকে এই বিষয়ে স্বতঃপ্রণোদিতভাবে তদন্ত পরিচালনার আবেদন জানান।মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর সহ যাদের ফোন ট্যাপ হয়েছে, তাদের সঙ্গে তাঁর ফোনে কথা হয়।
তাই তাঁর ফোনও ট্যাপ হয়ে থাকতে পারে। তিনি বলেন, এই অবস্থায় বিচার ব্যবস্থাই ভারতকে বাঁচাতে পারে।নিজের ফোন তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় দেখান, কীভাবে তিনি নিজের ফোনের ক্যামেরা ঢেকে দিয়েছেন কেউ আড়ি পাতবে এই ভয়ে।
তাঁর বিস্ফোরক দাবি, এই ভয়ে তিনি কোনও বিজেপি বিরোধী মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন না