অতিমারির আবহে কালীঘাটের বাড়ি থেকেই শহিদ দিবসের ভার্চুয়াল ভাষণ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা পরিস্থিতিতে কেন্দ্রের ভূমিকার কড়া সমালোচনা করেন তৃণমূল সুপ্রিমো।
কেন্দ্রের মোদী সরকারকে কাঠগড়ায় তুলে তৃণমূল সুপ্রিমো বলেন, গঙ্গায় মৃতদেহ ভাসছে আর প্রধানমন্ত্রী বলছেন উত্তরপ্রদেশ দেশের মধ্যে সেরা রাজ্য। একটুই লজ্জা নেই। টিকা নেই, ওষুধ নেই, অক্সিজেন নেই, মৃতদেহ সৎকার পর্যন্ত করতে দিতে হচ্ছে না। আমরা গঙ্গা থেকে তুলে সৎকার করেছি। খালি বড় বড় কথা।
আপনার ব্যর্থতা চূড়ান্ত। আপনাদের জন্য ৪ লক্ষ লোক মারা গিয়েছে। দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণ কার যেত সঠিক সময় ব্যবস্থা নিলে। কিন্তু বাংলায় ডেইলি প্যাসেঞ্জারের মতে এসে গণতন্ত্র ধ্বংস করতেই ব্যস্ত ছিলেন আপনারা।
করোনা পরিস্থিতি সামলানোয় মোদী সরকার মনুমেন্টাল ফেলিওর হয়েছে বলেও দাবি করেন তৃণমূল নেত্রী।