লোকসভা ভোটের গুটি সাজানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। সূত্রের খবর বিরোধী ঐক্য মজবুত করতে চলতি মাসের শেষেই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী সহ অন্যান্য বিরোধী দলনেতাদের সঙ্গে বৈঠকে বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
দিল্লিতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। সূত্রের খবর, ২০২৪ এ লোকসভা ভোটের মোদী সরকারকে পরাস্ত করার রণকৌশল স্থির করাই বৈঠকের মূল উদ্দেশ্য। বিজেপিকে বড় ধাক্কা দিয়ে বঙ্গজয়ের পর থেকে অবিজেপি নেতৃত্বের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব অনেকটাই বেড়েছে।
দেশজুড়ে বিজেপি বিরোধিতায় অন্যতম মুখ হয়ে উঠছেন তৃণমূল সুপ্রিমো। এই পরিস্থিতিতে সংসদে অধিবেশন চলাকালীন তাঁর দিল্লি সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
তৃণমূল নেত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত বিরোধী নেতৃত্বও