প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্তে বৈঠক করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মমতা। সেখানে তিনি জানান, প্রধানমন্ত্রীর কাছে বাংলার জন্য আরও বেশি কোভিড টিকার দাবি জানিয়েছেন তিনি৷ সেই সঙ্গে আরও বেশি ওষুধ দিতে বলেছেন প্রধানমন্ত্রীকে।
মমতা জানান, অন্য রাজ্যকে টিকা দেওয়া হোক। তাতে তার কোনও আপত্তি নেই৷ কিন্তু বাংলার জনসংখ্যা বেশি। তাই বাংলার জন্য বিশেষ নজর দেওয়া প্রয়োজন। মমতা আরও জানান, রাজ্যের বকেয়া প্রকল্পগুলির জট দ্রুত কাটাতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন তিনি।
বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপুল জয়ের পর এই প্রথম প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হল মুখ্যমন্ত্রীর।