হলদিয়া (HALDIA) তেল শোধনাগারের (OIL REFINARY) একটি টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড। তাতে ঝলসে মৃত্যু হল ৩ জনের। আহত ৪৪ জন।
মঙ্গলবার দুপুর নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জায়গাটিতে অতিদাহ্য (HIGH FLAMEBLE) পদার্থ থাকায় আগুন আরও বিধ্বংসী হয়ে ওঠে। জখমদের
মধ্যে কয়েক জনকে গ্রিন করিডর করে কলকাতায় (KOLKATA) আনা হয়েছে। তাঁদের বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘচনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)।
কারখানার তরফে দেওয়া একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার দুপুর দু’টো বেজে ৫০ মিনিটে এমএসকিউ টাওয়ারে শাটডাউন সংক্রান্ত কাজ চলার সময়
দুর্ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের জেরে তিন জনের মৃত্যু হয়েছে। ঝলসে গিয়ে জখম হয়েছেন ৪৪ জন। আগুন দ্রুত আয়ত্তে এসেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। কী কারণে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।
ঘটনাস্থলে থাকা এক শ্রমিক বলেন, ‘‘গত কয়েক দিন ধরেই ওই টাওয়ারে শাটডাউনের কাজ চলছিল। কাজ করছিল মুম্বইয়ের একটি সংস্থা। ঘটনার সময়
ওয়েল্ডিংয়ের আগুন ছিটকে গিয়েই টাওয়ারে আগুন লেগে যায়।’’