প্রত্যাশামতোই কলকাতা পুরসভা নির্বাচনে বিপুল জয় পেল শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)। প্রাপ্ত ভোটের হারে রেকর্ড গড়ে জয় পেল বাংলার শাসকদল। তবে একইসঙ্গে বিঁধে রইল বেনিয়মের অভিযোগের কাঁটা।
কলকাতার সব ক'টি বরো দখল করেছে জোড়া ফুল শিবির। ৭০ শতাংশেরও বেশি ভোট পেয়ে জিতেছে তৃণমূল। তার মধ্যে কয়েকটি ওয়ার্ডে মার্জিন দৃশ্যতই অস্বাভাবিক। ৬৬ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী ফৈয়জ আহমেদ খান জিতেছেন ৬২ হাজারেরও বেশি ভোটে। বিপুল ব্যবধানে জয় পেয়েছে অনন্যা বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে।
বিরোধীদের অভিযোগ, গা-জোয়ারি করে ভোট করিয়েছে শাসকদল। অধিকাংশ বুথে এজেন্ট বসতে দেওয়া হয়নি। যদিও নির্বাচনে বিপুল জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, গণতন্ত্রের উৎসবে জয় হয়েছে জনতার। আগামী দিনে কলকাতা গোটা দেশকে পথ দেখাবে।
Mamata Banerjee : গোটা দেশকে পথ দেখাবে বাংলা এবং কলকাতা, বললেন তৃপ্ত মমতা
এবার একঝাঁক হেভিওয়েটকে প্রার্থী করেছিল তৃণমূল। তাঁরা প্রায় সকলেই জয়ী হয়েছেন। তাৎপর্যপূর্ণ ভাবে, বিজেপির বহুদিনের দুর্গ বড়বাজারের একটি ওয়ার্ডও জিতেছে তৃণমূল।