৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে দেশজুড়ে। নাহ! উদযাপন বলা ভুল। অতিমারী আমাদের বুঝিয়েছে এ উদযাপনের সময় নয়। করোনায় শেষ দেড় বছরে আমরা হারিয়েছি আমাদের অসংখ্য নাগরিককে। তাঁদের কথা স্মরণ করে গান গাইলেন মেঘালয়ের তরুণী। কোন গান? তপন সিনহা পরিচালিত কাবুলিওয়ালা ছবির এ মেরে পেয়ারে বতন। মান্না দের গলায় সে গান যেন এখনো বুকে বেঁধে। কিংবদন্তী শিল্পীর গাওয়া গান গাইতে এতটুকু ভয় পায়নি ১৯ বছরের কলেজ পড়ুয়া ভেনেশিয়া কে ওয়ারশিয়ং। নিজেকে যেন উজার করে দিয়েছে ভেনেশিয়া সুরের কাছে, শোকের কাছে, যন্ত্রণার কাছে।
স্বাধীনতা দিবসে সেই গান ভাইরাল হয়েছে স্বাভাবিক ভাবেই। মুঠো ফোন থেকে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে তা।