পুরুলিয়ার জনসভা থেকে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, "দিল্লিতে আমাদের সরকার চলে DBT বা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারে'র নীতিতে। আর বাংলায় TMC দলের অর্থ হল 'ট্রান্সফার মাই কমিশন'।" প্রধানমন্ত্রীর অভিযোগ, রাজ্যে তোলাবাজি, কাটমানি, সর্বস্তরে দুর্নীতির রাজত্ব কায়েম করেছে তৃণমূল। বিরোধীদের উপর চলছে নির্মম অত্যাচার। বিজেপি সরকার গড়লে বন্ধ হবে দুর্নীতি। যাঁরা অত্যাচার করেছেন, তাঁদের বিরুদ্ধে নেওয়া হবে কড়া আইনানুগ ব্যবস্থা।