সোমবারই চারদিনের দিল্লি সফরে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার দিন ভর ঠাসা কর্মসূচির পর, আজ বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi)সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মমতা।
তৃণমূল সুপ্রিমো আগেই জানিয়েছিলেন, দিল্লি গিয়ে রাজ্যের বকেয়া টাকা চাইবেন তিনি। দিল্লির উদ্দেশ্যে রওনা দেবার আগেই কলকাতা বিমানবন্দরে মমতা সাংবাদিকদের জানান বিএসএফ এর এক্তিয়ার বাড়ানোর প্রসঙ্গ এবং ত্রিপুরা প্রসঙ্গ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হবে।
মোদীর সঙ্গে বৈঠকে বিএসএফ এর এক্তিয়ার বাড়ানোর কেন্দ্রীয় সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাবেন মমতা। এ ছাড়া বৈঠকে আলোচনার তালিকায় থাকছে ত্রিপুরা সন্ত্রাস প্রসঙ্গ। যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষের গ্রেফতারের ঘটনার পর থেকেই ত্রিপুরা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চাপান উতর তুঙ্গে। ।