নির্বাচনী প্রচারে আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে জনসভা করবেন তিনি। কাঁথি রেলওয়ে স্টেশন রোড সংলগ্ন প্রভূতি মাঠের সভায় ঐতিহাসিক ভিড় হবে বলে দাবি বিজেপির। প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত থাকবেন সাংসদ শিশির অধিকারী। অধিকারী পরিবারের আর এক সাংসদ দিব্যেন্দু অধিকারীও আজ বিজেপিতে যোগ দিতে পারেন। অধিকারী পরিবারের খাসতালুকে প্রধানমন্ত্রী কী বার্তা দেন, সে দিকে নজর গোটা রাজ্যের।