তিন সপ্তাহ পর জামিন পেয়েছেন শাহরুখ পুত্র আরিয়ান খান । তবে কবে তিনি বাড়ি ফিরতে পারবেন, সেই বিষয়ে এখনও জানা যায়নি । তবে, আরিয়ানের নতুন আইনজীবী তথা প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতগি জানিয়েছেন, শুক্রবার বা শনিবারের মধ্যেই বাড়ি ফিরতে পারবেন আরিয়ান । সেইসঙ্গে তিনি জানিয়েছেন, শুক্রবার এই মামলায় বিস্তারিত নির্দেশ দেবে হাইকোর্ট ।
শুনানির পর বোম্বে হাইকোর্টের বাইরে সংবাদমাধ্যমকে আইনজীবী মুকুল রোহাতগি জানিয়েছেন, "শুক্রবার এই মামলার বিস্তারিত আদেশ দেওয়া হবে । আশা করছি, শুক্রবার বা শনিবারের মধ্যে সবাই বাড়ি ফিরতে পারবে ।" আরিয়ান খানের পাশাপাশি, বোম্বে হাইকোর্ট মুম্বই ক্রুজ ড্রাগ মামলায় অভিযুক্ত আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচাকেও জামিন দিয়েছে ।
মন্নতে এখন খুশির পরিবেশ । এতদিনে গৌরীর প্রার্থনা ফল পেল । দীপাবলির আগেই ঘরের ছেলে ঘরে ফিরছে । এখন শুধু সময়ের অপেক্ষা ।