মঙ্গলবারের মতো বুধবারও নির্বাচন পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িতে গেলেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। এদিন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং সহ বিজেপি নেতাদের সঙ্গে জগদ্দল বিধানসভার বিভিন্ন এলাকায় যান তিনি। আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলার পাশাপাশি হামলাকারীদের নামের তালিকাও সংগ্রহ করেন তিনি। নড্ডা জানান, দল সম্পূর্ণভাবে আক্রান্ত কর্মীদের পাশে থাকবে। দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করবে।