বিধানসভা নির্বাচনে চতুর্থ দফায় আগামী শনিবার উত্তরবঙ্গের ১৪টি আসনে ভোটগ্রহণ। লোকসভা নির্বাচনের ধারাবাহিকতা বজায় রেখে এই ১৪টি আসনের অধিকাংশ দখলে মরিয়া বিজেপি। বৃহস্পতিবার আলিপুরদুয়ারে রোড শো করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। তাঁর রোড শো-কে কেন্দ্র করে বিপুল জনসমাগম হল আলিপুরদুয়ারে। বিজেপি সভাপতিকে দেখতে রাস্তার দু'ধারে ভিড় করে থাকেন মানুষ। নড্ডার দাবি, উত্তরবঙ্গের ৯০ শতাংশ আসনে জিতবে বিজেপি।