আগামীকাল, বৃহস্পতিবার রাজ্য সফরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি প্রার্থীদের সমর্থনে পুরুলিয়ায় জনসভা করবেন তিনি৷ চলতি সপ্তাহে একাধিকবার রাজ্যে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী। আগামী ২০ মার্চও রাজ্যে সভা করবেন তিনি। ২৪ মার্চ সভা করবেন শুভেন্দু অধিকারীর দুর্গ কাঁথিতে। নির্বাচনের আগে মোট ১৯টি সভা করার কথা রয়েছে তাঁর।