বাংলার বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচারে আসবেন এনসিপি নেতা শরদ পাওয়ার। তাঁর সঙ্গে থাকবেন কন্যা সুপ্রিয়া সুলেও। সূত্রের খবর আগামী ১ এপ্রিল রাজ্যে পা রাখবেন শরদ পাওয়ার। থাকবেন ৩ এপ্রিল পর্যন্ত। এই ৭২ ঘন্টার বেশির ভাগটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে সময় দেবেন বর্ষীয়ান রাজনীতিবিদ। মমতা বন্দোপাধ্যায়ের জনসভায় অথবা রোড শো-তে পা মেলাতে দেখা যেতে পারে তাঁকে। উল্লেখ্য, মমতার সমর্থনে প্রচারে না আসার অনুরোধ জানিয়ে পাওয়ারকে চিঠি লিখেছিলেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। কিন্তু এনসিপি নেতা জানিয়েছেন, তাঁর পাখির চোখ বিজেপিকে পরাজিত করা।