হতে পারেন তিনি গুগল সিইও। হলেই কি সব জানতে হবে? আর না জানলেই কি আড়াল করতে হবে অজ্ঞতা। গেমে হারার কথা দিব্যি জানিয়েছেন সুন্দর পিচাই। শুধু জানাননি, হেরে যাওয়া স্কোর এর ছবি তুলে টুইট করেছেন গুগল কর্তা।
টোকিও অলিম্পিক উপলক্ষে গুগল তাদের টি রেক্স গেমটি আপডেট করেছে। বেশ কয়েক ধাপ শক্ত হয়েছে খেলা। অফলাইন হলেই আপনার একঘেয়েমি কাটাতে আপনাকে ফেলে দেওয়া হবে শক্ত কিছু চ্যালেঞ্জের মুখে। তা, এই চ্যালেঞ্জ কেই পাল্টা চ্যালেঞ্জ করতে পারলেন না সুন্দর পিচাই। আর সেটা জানান দিতেই সারা বিশ্বের নানা প্রান্তের নেটিজেনরা ভিড় করেছেন তাঁকে সু পরামর্শ দিতে। জেতার ফান্ডা কাকে বোঝাচ্ছে, না গুগল সিইও সুন্দর পিচাই কে। ভাবুন একবার!