দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ির এনজেপি। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে এনজেপির ট্রাক স্ট্যান্ডে ব্যাপক উত্তেজনা ছড়ায়। এলাকায় ক্ষমতা দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক গন্ডগোল বাধে। লাঠি, ঢিল নিয়ে একে অপরের ওপর চড়াও হয় তারা। চলে কাঁচের বোতল, ইঁট ছোড়াছুড়ি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এনজেপি থানার বিশাল পুলিশ বাহিনী। তাঁদের সামনেই আরেক দফায় গণ্ডগোল শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। ব্যাপক লাঠিচার্জ করে হটিয়ে দেওয়া হয় দুই গোষ্ঠীর সদস্যদের। ঘটনায় ইঁটের আঘাতে এক কনস্টেবল জখম হন। জখম অবস্থায় তাঁকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেশ কয়েকজনকে আটক করা হয়। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।