কংগ্রেসকে (Congress) বাদ দিয়ে কোনও বিরোধী ঐক্য গড়ে তোলা অসম্ভব। দলীয় মুখপত্রে একথা জানাল শিবসেনা (Shuv Sena)।
মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বই থেকে ফিরতেই শিবসেনার মুখপত্র সামনা-য় তৃণমূলের অবস্থান নিয়ে লেখা হয়েছে, কংগ্রেসকে জাতীয় রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখা যাবে না। ইউপিএর সমান্তরাল জোট গড়ে তোলা হলে বিজেপির হাতকেই শক্ত করা হবে।
শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত বলেন, ইউপিএ কোথায়? মমতার এমন প্রশ্ন খুবই সঙ্গত। উদ্ধব ঠাকরেও বারবার এই প্রশ্ন তুলেছেন। তবে ইউপিএর বিকল্প হিসেবে তৃতীয়, চতুর্থ বিকল্প শক্তি গড়ে তোলা হয়েছে। এই দুটি ফ্রন্টের লাভ সবসময় ঘরে তোলে বিজেপি।
Bengal BJP: প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে রাজ্যে সিবিআই তদন্তে গতি বাড়ানোর আবেদন বিজেপি সাংসদদের
তবে একইসঙ্গে মমতার (Mamata Banerjee) প্রশংসাও করেছে শিবসেনা। বাংলায় তিনি বাঘিনীর মতো লড়ে বিজেপিকে হারিয়েছেন বলে মত শিবসেনার।