কালীপুজোতে চারদিন নাইট কার্ফুতে ছাড় প্রশাসনের। উৎসবের মরশুমে কোভিড বিধি কিছুটা শিথিল করল রাজ্য। ২ নভেম্বর থেকে ৫ নভেম্বর, নাইট কার্ফু থাকবে না। কালীপুজো, ভাইফোঁটা ও ছটপুজোর জন্য এই সিদ্ধান্ত। ৭০ শতাংশ অতিথি আমন্ত্রণ করে বিয়ে বা সামাজিক অনুষ্ঠানেও ছাড় দিয়েছে প্রশাসন। কোভিড বিধি মেনে আউটডোর শুটিংয়ের অনুমতিও দেওয়া হয়েছে।
রবিবার থেকে রাজ্যে ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন শুরু হচ্ছে। শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে স্যানিটাইজেশনের কাজ। এরই মধ্যে কালীপুজো, ভাইফোঁটা উপলক্ষে রাত করে বাড়ি ফেরা নিয়ে উদ্বেগ ছিল। একই সময় পড়েছে ছট পুজো। তাই এই সময় নাইট কার্ফু তুলে নিয়েছে প্রশাসন।
কলকাতা হাইকোর্ট কালীপুজোয় সব ধরনের বাজিতে নিষেধাজ্ঞা জারি করেছে। কোভিড রোগীদের কথা ভেবেই বাজিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। দুর্গাপুজোর পর থেকে রাজ্যে রোজ করোনা সংক্রমণ বাড়ছে। রাত্রিকালীন কার্ফু উঠে যাওয়ায় উদ্বেগ বাড়ছে চিকিৎসক মহলে।