আর শূন্য নয় বাম (LEFT)। কলকাতায় আলো জ্বালিয়ে রাখলেন দুই মহিলা।
প্রথমে লোকসভা (LOK SABHA), তারপর বিধানসভা (ASSEMBLY)। অনেক ঢাক পিটিয়ে কিস্যু করতে পারেনি সংযুক্ত মোর্চা। বরং পুরসভার ফলে
শূন্য আতঙ্ক কাটল বামেদের। সুরেন্দ্র নাথ ব্যানার্জি রোডের ছোট লালবাড়িতে (KMC) যাচ্ছেন লাল ঝান্ডার দুই প্রতিনিধি। এই সবুজ সুনামিতেও ৯২ নম্বর ও ১০৩ নম্বর ওয়ার্ডে নিজেদের দুর্গ অটুট রেখেছেন সিপিআইযের মধুছন্দা দেব এবং সিপিএমের নন্দিতা রায়।
আরও পড়ুন : KMC Election 2021: সবুজ ঝড় সামলে জিতলেন কোন ৭ বিরোধী প্রার্থী?
শেষ লোকসভা ভোটের পর থেকে রাম-বাম তকমায় বার বার বিদ্ধ হতে হয়েছে। রাজনৈতিক মহলের মতে, এদিনের ভোট শতাংশের নিরিখে সেই তকমাও খানিকটা
মুছতে সক্ষম হয়েছে বামেরা। ১৪৪টি ওয়ার্ডে তারা ভোট পেয়েছে ১৩ শতাংশের আশপাশে। ৬৪টি ওয়ার্ডে দ্বিতীয় হিসাবে শেষ করেছে।