নোদাখালি(Nodakhali) বিস্ফোরণকাণ্ডে এবার নয়া মোড়। জানা গেছে বালির ভিতর রাখা ড্রামে মজুত ছিল প্রচুর পরিমাণে বিস্ফোরক(Explosive)। তবে সেখানে শুধু বাজির মশলা মজুত ছিল, নাকি অন্যকিছু, সব খতিয়ে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার এলাকায় তদন্তে যাচ্ছে ফরেন্সিক দল(Forensic team)। ইতিমধ্যেই অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু করেছে পুলিশ(Police)।
বেশ কয়েক বছর আগেই মোহনপুরের বাসিন্দা অসীম ঢেঁকি পাড়ার মধ্যেই বাজি কারখানা চালু করেন। এলাকার মানুষের তুমুল আপত্তি সত্ত্বেও সেই কারখানা চালিয়ে যাচ্ছিলেন তিনি। কারখানায় প্রচুর বারুদ(Gun powder) মজুত করে রাখা ছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন- Dengue in Bengal: নিম্নচাপের জেরে রাজ্যে বাড়তে পারে ডেঙ্গির প্রকোপ, আশঙ্কা চিকিৎসকদের
বুধবার সকালে আচমকা ভয়াবহ বিস্ফোরণ(Bast) ঘটে ওই বাড়িতে। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে পড়ে বাড়ির ছাদ। ঘটনাস্থলেই মারা যান অসীম ঢেঁকি সহ তিনজন।