বিজেপি বাংলা ভাগ করার চক্রান্ত করছে বলে বহুদিন ধরেই অভিযোগ করছে তৃণমূল৷ এবার সরাসরি বাংলা ভাগের দাবি তুললেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা। তাঁর দাবি, আলাদা রাজ্য হলেই উন্নতি হবে উত্তরবঙ্গের। তিনি বলেন, "পৃথক রাজ্য হলেই ভাল। আমি এনিয়ে আবেদন জানিয়েছি কেন্দ্রের কাছে।" পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল। কোচবিহার পুরসভার প্রশাসক উদয়ন গুহ বলেছেন, "বাংলা ভাগের চক্রান্ত রুখব। উত্তরবঙ্গে কিছু আসন পেয়ে চক্রান্ত করছে বিজেপি।"