সুখবর । এবার চাকরি পরিবর্তন করলে পিএফ(PF) অ্যাকাউন্ট ট্রান্সফারের ঝামেলা আর থাকছে না । শনিবার এমনই সিদ্ধান্তের কথা জানিয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও(EPFO) ।
ইপিএফও বোর্ড অফ ট্রাস্টি শনিবার, ২০ নভেম্বর তাদের ২২৯ তম আলোচনা সভায় পিএফ অ্যাকাউন্টের জন্য একটি কেন্দ্রীভূত আইটি(IT) সিস্টেমকে গ্রহণ করেছে । এর ফলে সাধারণ মানুষকে চাকরি পরিবর্তন করার সময় তাদের পিএফ-র জমানো টাকা বার বার সরিয়ে নিতে হবে না । মূলত, এই ব্যবস্থায় সাধারণ মানুষের সমস্ত পিএফ অ্যাকাউন্টগুলিকে একত্রিত করে একটিতেই রূপান্তরিত করা হবে ।
HRA increase : কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর ! নতুন বছরের শুরুতেই এইচআরএ বাড়াতে পারে কেন্দ্র
একটি কেন্দ্রীয় ডেটাবেসে পর্যায়ক্রমে সরানো হবে সব তথ্যকে । এর ফলে মসৃণ অপারেশন এবং উন্নত পরিষেবা সরবরাহ করা সম্ভব হবে । সিস্টেমটি যেকোনও সদস্যের সমস্ত পিএফ অ্যাকাউন্ট ডি-ডুপ্লিকেশন এবং একীভূত করার সুবিধা দেবে ।
সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং বা সি-ড্যাক(C-DAC) দ্বারা নতুন সিস্টেমগুলি তৈরির পর আর অ্যাকাউন্ট ট্রান্সফারের ঝামেলা পোহাতে হবে না কোনও কর্মচারীকে । চাকরি বদলের পর পিএফ অ্যাকাউন্ট নম্বর একই থাকবে এবং তাদের অ্যাকাউন্ট স্থানান্তর করা নিয়ে কোনও চিন্তা করতে হবে না ।