অবশেষে সব জল্পনার অবসান। অভিনেত্রী তথা বসিরহাটের সাংসদ (Bashirhat) নুসরত জাহানের (Nushrat Jahan) সঙ্গে নিখিল জৈনের (Nikhil Jain) বিয়ে বৈধ নয় বলে জানিয়ে দিল আলিপুর আদালত।
গত মঙ্গলবারই এই মামলার রায়দান প্রক্রিয়া শেষ হয়েছে। বুধবার আলিপুর আদালতের তরফে এই নির্দেশনামা দুই পক্ষের আইনজীবীদের হাতে তুলে দেওয়া হয়েছে। এর ফলে দীর্ঘ টানাপোড়েন, তর্ক-বিতর্কে অবশেষে ইতি পড়ল।
আরো পড়ুন: Nushrat Jahan: কলকাতা পুরসভায় নুসরত-যশ, দেখা করলেন ববির সঙ্গে
গত ফেব্রুয়ারি মাসেই নুসরতের সঙ্গে সবরকম আইনি সম্পর্ক শেষ করতে চেয়ে কোর্টের দারস্থ হয়েছিলেন নিখিল জৈন। ‘অ্যানালমেন্ট অফ ম্যারেজ’ নিয়ে নিখিল জৈনের করা মামলায় আদালত রায় দিয়েছে নিখিলের পক্ষেই। নিখিলের আইনজীবী সত্যব্রত চক্রবর্তী জানিয়েছেন, বিচারপতি আমার মক্কেলের পক্ষে রায় দিয়েছেন।
তুরস্কে বিয়ের পর্ব সারলেও নুসরত-নিখিলের এই বিয়ে স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্টের আওতায় রেজিস্টার করা হয়নি এদেশে। সেই কারণেই এই বিয়ের আইনি বৈধতা নিয়ে শুরু থেকেই প্রশ্ন ছিল।