কলকাতায় (Kolkata) পুরসভা নির্বাচনকে কার্যত প্রহসনে পরিণত করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। ভোটগ্রহণ শেষ হওয়ার আগেই এই অভিযোগে সরব হল বিরোধী বিজেপি (BJP), বামফ্রন্ট (CPM) এবং কংগ্রেস (Congress)।
বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) অভিযোগ, তৃণমূল, রাজ্য পুলিশ এবং রাজ্য নির্বাচন কমিশন পুরভোটকে প্রহসনে পরিণত করেছে। এর প্রতিবাদে রাজ্যেট সর্বত্র বিক্ষোভ দেখাবে বিজেপি। অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul), শিশির বাজোরিয়া সহ বিজেপি নেতৃত্ব পৌঁছে গিয়েছেন নির্বাচন কমিশনের দফতরে।
২০২৪ -এ ভোটে দাঁড়াতে চান না, সাংসদ হওয়া নিয়ে আফসোস দেবের
রাজ্যের সর্বত্র প্রতিবাদের ডাক দিয়েছে বামফ্রন্টও। দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের কাছে যাদবপুর বিধানসভার কয়েকটি ওয়ার্ডে নতুন করে ভোটের দাবি জানিয়েছে বামেরা।
তৃণমূল নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে বলে দাবি কংগ্রেসেরও। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকেও কমিশনে অভিযোগ জানানোর পাশাপাশি প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।