রাজ্যে তথ্য কমিশনার নিয়োগের বিষয়ে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে যোগ দিচ্ছেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, সংশ্লিষ্ট পদের জন্য আবেদনকারীদের নাম তাঁকে আগে জানানো হয়নি। বৈঠকের কথা জানিয়ে সোমবার চিঠি পাঠিয়েছিলেন স্বরাষ্ট্র (কর্মিবর্গ) দফতরের সচিব বি কে গোপালিকা। তাঁকে জবাবি চিঠি দিয়ে বৈঠকে না যাওয়ার কথা জানিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা। গোটা বিষয়টি লিখিত ভাবে অবহিত করেছেন রাজ্যপালকেও।
ইভিএম কারচুপি করে উপনির্বাচনে জয় তৃণমূলের, অভিযোগ শুভেন্দুর
সাংবিধানিক পদে নিয়োগের জন্য বিধানসভার স্পিকার, মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতাকে নিয়ে কমিটির বৈঠক করাই নিয়ম। সেই মতো মঙ্গলবার বৈঠক হওয়ার কথা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে।
বৈঠকে যোগ না দেওয়া প্রসঙ্গে শুভেন্দু এ দিন বলেন, ‘‘তথ্য কমিশনার-সহ যে সব সাংবিধানিক পদে নিয়োগের জন্য মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতাকে বৈঠকে বসতে হয়, সেই সব ক্ষেত্রে এক সপ্তাহ আগে সংশ্লিষ্ট পদের আবেদনকারীদের সব তথ্য পাঠাতে হয়। ১২ ঘণ্টা আগে বৈঠকের চিঠি পাঠালে চলে না!’’