আজ, সোমবার শুরু হবে সংসদের শীতকালীন অধিবেশন(Winter session of parliament)। প্রথম দিনই লোকসভার কৃষি আইন (Farm Laws) রদ সংক্রান্ত বিল পেশ হবে এবং তা পাশ করানো হবে। এরপর সোমবারই তা রাজ্যসভায় (Rajya Sabha) পেশ হতে পারে। এর পাশাপাশি MSP বা ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের বিষয়টি নিশ্চিত করতেও বিরোধীরা চাপ দেবেন সরকারকে।
ক্রিপ্টোকারেন্সি বিল, ডিজিটাল কারেন্সি বিলের মতো ইস্যু নিয়ে উত্তাল হতে পারে সংসদ। লখিমপুর (Lakhimpur) কাণ্ডের জেরে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রকে বরখাস্তের দাবিও তুলবেন বিরোধীরা।
এছাড়াও পেট্রোলের ডিজেলের দাম বৃদ্ধি, এলপিজির মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, বেকারত্ব, করোনা প্রতিরোধ সহ একাধিক ইস্যুতে সংসদ উত্তপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার থেকেই। সব মিলিয়ে সংসদের এই অধিবেশনে ২৬টি বিল পেশ হতে চলেছে।