লাগামছাড়া পেট্রোলের মূল্যবৃদ্ধিতে মাথায় হাত আমজনতার৷ প্রতিদিন বাড়ছে দাম। পাল্লা দিয়ে দাম চড়ছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যেরও।
উত্সবের মরসুমে লাগাতার জ্বালানির দাম বাড়িয়েই চলেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। ফের নতুন রেকর্ড গড়ল পেট্রোল ও ডিজেলের দাম। আজ কলকাতায় পেট্রোলের দাম বাড়ল লিটারপ্রতি ৩৩ পয়সা, ডিজেলের দাম লিটারে বেড়েছে ৩৫ পয়সা। এর ফলে কলকাতায় পেট্রোলের দাম হল লিটারে ১০৬ টাকা ৪৩ পয়সা।
অন্যদিকে সেঞ্চুরির পথে এগোচ্ছে ডিজেল। কলকাতায় ডিজেলের দাম হল লিটারে ৯৭ টাকা ৬৮ পয়সা। পুজোর আগে থেকেই জ্বালানির দাম বেড়েই চলেছে। তার প্রভাব পড়ছে বাজারেও।
Amit Shah on Netaji Subhash: যোগ্য মর্যাদা পাননি সুভাষচন্দ্র, মত অমিত শাহের
করোনা পরিস্থিতিতে যখন দেশের আর্থিক অবস্থা বেসামাল, তখন লাগাতার জ্বালানির দাম বেড়ে চলায় মাথায় হাত মধ্যবিত্তের।