আবারও দাম বাড়ল পেট্রোলের। এই নিয়ে পর পর তিনদিন!
উত্সবের মরসুমে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির জ্বালানির দাম বাড়ানোয় বিরাম নেই। ফের বাড়ানো হল দাম। কলকাতায় পেট্রোল ও ডিজেলের দামে ফের নতুন রেকর্ড। মাথায় হাত আমজনতার।
মাঝে দু’-একদিনের বিরতি দিলেও পরপর ৩ দিন ফের ঊর্ধ্বগতি জ্বালানির মূল্য। কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ৩৩ পয়সা বেড়েছে। একইসঙ্গে ডিজেলের দাম লিটারপ্রতি ৩৫ পয়সা বেড়েছে।
Shah Rukh Khan: মাদককাণ্ডে ছেলের নাম, শাহরুখ খানকে বিজ্ঞাপন থেকে সরাল বাইজু
বৃহস্পতিবারই ১০৭ টাকা ছুঁয়ে ফেলেছিল পেট্রোল। শুক্রবার আরও মহার্ঘ হল জ্বালানি। কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ৩৩ পয়সা বেড়ে হল ১০৭ টাকা ৪৪ পয়সা। সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে ডিজেলও। লিটারে ৩৫ পয়সা বেড়ে আজ কলকাতায় ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯৮ টাকা ৭৩ পয়সা।