ভয়াবহ মূল্যবৃদ্ধির জেরে নাজেহাল আমজনতা। বাংলায় সেঞ্চুরি পার করল ডিজেলের দামও। ৬ জেলায় ১০০ পার করল ডিজেলের দাম।
পুরুলিয়ার ঝালদায় পেট্রোলের দাম লিটারপ্রতি ১০৯ টাকা ২৯ পয়সা, ডিজেলের দাম ১০০ টাকা ৪৯ পয়সা। দার্জিলিঙে পেট্রোল বিক্রি হচ্ছে লিটারে ১০৯ টাকা ৩০ পয়সা দরে, সেখানে ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা ২৯ পয়সা।
আলিপুরদুয়ারে পেট্রোলের দাম লিটারপ্রতি ১০৮ টাকা ৯৬ পয়সা, ডিজেলের দাম লিটারে ১০০ টাকা ১৭ পয়সা। কোচবিহারে পেট্রোল বিক্রি হচ্ছে লিটারে ১০৮ টাকা ৮৬ পয়সা দরে, সেখানে ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা ৮ পয়সা।
নদিয়ার কৃষ্ণনগরে পেট্রোলের দাম লিটারপ্রতি ১০৮ টাকা ৯৪ পয়সা, ডিজেলের দাম ১০০ টাকা ১৬ পয়সা। মুর্শিদাবাদে পেট্রোল বিক্রি হচ্ছে লিটারে ১০৮ টাকা ৮০ পয়সা দরে, সেখানে ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা ৩ পয়সা।
উত্সবের মরসুমে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির জ্বালানির দাম বাড়ানোয় বিরাম নেই। পরপর চারদিন কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম বাড়ল। লিটারে ৩৪ পয়সা বেড়ে শহরে পেট্রোলের নতুন দাম হল ১০৭ টাকা ৭৮ পয়সা।
Petrol Price Hike: আবারও দাম বাড়ল পেট্রোলের! নাজেহাল সাধারণ মানুষ
কলকাতায় সেঞ্চুরি না করলেও তার দোরগোড়ায় দাঁড়িয়ে ডিজেল। লিটারে ৩৫ পয়সা বেড়ে আজ কলকাতায় ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯৯ টাকা ০৮ পয়সা।